বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া সমাপ্ত

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায়, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ১০ দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ শীর্ষক যৌথ মহড়া সমাপ্ত হয়েছে। গতকাল বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এ মহড়া সমাপ্ত হয়। আইএসপিআর জানায়, সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন। এছাড়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল এরিক সি নোভাকও বক্তব্য প্রদান করেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য আফেয়ার্স Helen LaFave অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাগণ, সশস্ত্র বাহিনী বিভাগসহ বাহিনীত্রয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, মহড়ায় অংশগ্রহণকারী উভয় দেশের সদস্য এবং বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগদান করেন।