পুনর্বাসনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হকাররা। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরের কদমতলী-টাইগারপাস সড়কে বিক্ষোভ করেন তারা। পরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি দিয়ে সরে যান হকাররা। এ সময় নগরের ব্যস্ততম ওই সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। হকাররা এসময় ‘পুনর্বাসন চাই, করতে হবে’, ‘পরিকল্পিত পুনর্বাসন চাই’, ‘নিরীহ হাকারদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করো’ লেখা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হকাররা কদমতলী-টাইগারপাস সড়কের একপাশ বন্ধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভ সমাবেশে তারা বলেন, হকারদের উচ্ছেদ করার পর ২০ দিন কেটে গেছে। আমরা উপোস করে দিন কাটাচ্ছি, কেউ আমাদের খবর নেয়নি। সামনে রমজান মাস, এরপর ঈদুল ফিতর। রমজানের আগে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। হকারদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- রমজান মাস সামনে রেখে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা, মামলা প্রত্যাহার, পরিচয়পত্র প্রদান ও জাতীয় শ্রমনীতি-২০১২ বিবেচনায় নিয়ে ‘হকার নীতিমালা’ তৈরি। চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, দুপুর ১২টার দিকে কয়েকশ হকার পলোগ্রাউন্ড এলাকা থেকে মিছিল সহকারে সিটি করপোরেশন কার্যালয়ের দিকে এগুতে থাকেন। এক পর্যায়ে তারা টাইগারপাস এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।