শিক্ষা উন্নয়নশীল দেশের ভরসা

সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, উন্নয়নশীল দেশের তেল গ্যাস ও অন্যান্য সম্পদ সীমিত। পৃথিবীতে টিকে থাকার জন্য শিক্ষাই উন্নয়নশীল দেশের ভরসা। মন্ত্রী গতকাল চট্টগ্রামের একটি হোটেলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মাস্টার্স অব আর্টস ইন এডুকেশন ডিগ্রি প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষাগ্রহণ নিম্ন আয়ের দেশের জন্য চ্যালেঞ্জের। সম্পদের সীমাবদ্ধতা, সামাজিক ও রাষ্ট্রীয় নানা প্রতিকূলতার কারণে শিক্ষাগ্রহণ সহজলভ্য নয়। মন্ত্রী সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখানকার অর্জিত বিদ্যা নিজের দেশে এবং বিশ্বের বিস্তৃত কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন, নারী তথা সমাজের অগ্রগতি নিয়ে কাজ করবেন। অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়েছে। পরে ‘শিক্ষায় সমতাণ্ডপ্রতিবন্ধকতা এবং উদ্ভাবন’ বিষয়ে সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, শিক্ষক ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত শিক্ষাবীদরা উপস্থিত ছিলেন। সফরকালে মন্ত্রী সরকার শিশু পরিবার (বালিকা) চট্টগ্রাম, ছোটমনি নিবাস ও মানসিক প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন করেন।