ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গণ্যমাধ্যমে ভুলত্রুটি তুলে ধরলে রাজনীতিবিদরা সংশোধনের সুযোগ পাবে

কেসিসি মেয়র
গণ্যমাধ্যমে ভুলত্রুটি তুলে ধরলে রাজনীতিবিদরা সংশোধনের সুযোগ পাবে

ভাষা আন্দোলনের মাসের শেষ দিনে ঐতিহাসিক শহীদ হাদিস পার্ক খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে দক্ষিণ এশিয়ায় বাংলা ভাষায় প্রথম ট্যাবলেট পত্রিকা দৈনিক মানবজমিনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, জন প্রতিনিধি, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। এ সময়ে মহানগর ও জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খুলনার আন্দোলন সংগ্রামের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানবজমিনের এ বর্ণাঢ্য আয়োজন সবার দৃষ্টি কেড়েছে।

পত্রিকার সাফল্য ও অগ্রযাত্রা কামনা করে সিটি মেয়র বলেন, সমাজের দর্পণ সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে। গণমাধ্যমে সমাজের অসঙ্গতি ও রাজনীতিবিদদের ভুলত্রুটি তুলে ধরলে রাজনীতিবিদরা সংশোধনের সুযোগ পাবে, মানবজমিন সে ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা তার প্রতিক্রিয়ায় বলেন, মানবজমিন অন্যায় ও অসত্যেও বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে সাহসী ভূমিকা করে যাচ্ছে। আমার বিশ্বাস পত্রিকাটি তাদের এ ধারা অব্যাহত রাখবে।

দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বাংলাদেশ জাতীয় পার্টির মহানগর সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগর জামায়াত ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আনিসুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহাগ, বিএফইউজে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাজী শামীম আহমেদ, দৈনিক নয়া দিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম হোসেন ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ, সদর থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির, সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, জাসাস খুলনা মহানগর আহ্বায়ক নূরুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ কাজী জলিল, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইস্তি, মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক কাওসারী জাহান মঞ্জু, মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মিলন, গণাধিকার পরিষদ খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ বাবু, বিএনপি নেতা শরিফুল ইসলাম টিপু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত