ফিলিস্তিনিদের পুরোপুরি নিধন করতে ইসরায়েল পরিকল্পিতভাবে সেখানে সামরিক অভিযান চালাচ্ছে। ফিলিস্তিনিরা আজ নিজ ভূখণ্ড থেকে উৎখাত হচ্ছে। খাদ্য সরবরাহ বন্ধ থাকায় সেখানে এখন দুর্ভিক্ষ চলছে। বিশ্ব মোড়লরা এসব দেখেও না দেখার ভান করছে। তাই ফিলিস্তিন বিষয়ে বিশ্ব বিবেককে জাগ্রত করা প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সেক্টর কমান্ডারস ফোরামণ্ডমুক্তিযুদ্ধ ’৭১ আয়োজিত মধ্যপ্রাচ্যের সংঘাত, গাজার চলমান গণহত্যা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রাসঙ্গিকতা শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনিদের পুরোপুরি নিধন করতে ইসরায়েল পরিকল্পিত সামরিক অভিযান চালাচ্ছে। গাজা ভূখণ্ডে তারা খাদ্যদ্রব্যসহ সব ধরনের পণ্য ও সেবা সরবরাহ বন্ধ করে দিয়েছে। গাজায় এখন দুর্ভিক্ষ চলছে। গাজাবাসীর এক তৃতীয়াংশ জনগণ এই দুর্ভিক্ষের শিকার।