খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা প্রতিনিধি
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। গতকাল সকাল ১০টায় নগরীর একাধিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কেডিএ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাজিয়া আফরীন-এর উপস্থিতিতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, কেডিএ স্থায়ী সদস্য শবনম সাবা ও অথরাইজড অফিসার, জিএম মাসুদুর রহমান। অভিযানে, খুলনা সদর থানার টুটপাড়ার ৫টি ভবনের খেলাপী অংশ অপসারণসহ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বয়রা এলাকার ৫টি ভবনের আংশিক খেলাপী অংশ অপসারণ করা হয় এবং অবশিষ্ট অংশ লাল রং দ্বারা চিহ্নিত করে ভেঙে অপসারণ করে নেওয়ার জন্য সময় প্রদান করা হয়। এ দিন মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা করা হয়। কেডিএর পক্ষ থেকে বলা হয়, পরিকল্পিত নগরায়নের স্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অননুমোদিত, খেলাপী ও অবৈধ নির্মাণ-এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। তাই পরিকল্পিত খুলনা গড়ার প্রত্যয়ে ও ভবন মালিকগণের আর্থিক ক্ষয়ক্ষতি পরিহারের লক্ষ্যে নকশা অনুমোদন ব্যতীত ও নকশার ব্যতয় ঘটিয়ে এবং অবৈধ দখলদারিত্বের মাধ্যমে যে কোনো নির্মাণকাজ হতে বিরত থাকতে সবাইকে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।