৫৫৪ শিক্ষার্থী পেল কেমব্রিজ ইংলিশ সার্টিফিকেট

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫৪ জন শিক্ষার্থীর মাঝে ইংরেজি ভাষা দক্ষতা অর্জনের আন্তর্জাতিক স্বীকৃত সনদ বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকালে কেমব্রিজ ইংলিশ ও এডুক্যান ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ সনদ বিতরণ করা হয়। কেমব্রিজ ইংলিশ ও এডুক্যান ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ঢাকা ১০ আসনের মাননীয় সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর ড্যান পাশা, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড এসেসমেন্ট (ইন্টারন্যাশনাল এডুকেশন) সাউথ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর মাহেশ শ্রীভাস্তাব, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড এসেসমেন্ট ইংলিশ এর সাউথ এশিয়ার রিজিওনাল বিজনেস হেড মানিষ পুরি, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামস অপারেশন ডিরেক্টর জুনায়েদ আহমেদ এবং বাংলাদেশের কেমব্রিজ ইংলিশের পরীক্ষা কেন্দ্র এডুক্যান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক শাহীন রেজা।