ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অগ্নিকাণ্ড রোধে প্রয়োজন বিজ্ঞানসম্মত সতর্কতা : পবা

অগ্নিকাণ্ড রোধে প্রয়োজন বিজ্ঞানসম্মত সতর্কতা : পবা

বেইলি রোডের আগুনের মতো হৃদয়বিদারক ঘটনা প্রতিরোধে বিজ্ঞানসম্মত সতর্কতা প্রয়োজন বলে মনে করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। সংগঠনটি বলছে, গ্রিন কোজি কটেজে আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। পবা এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত এবং ক্ষতিগ্রস্তদের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। সেই সঙ্গে আমরা এই দুর্ঘটনায় যেসব অগ্নিনির্বাপণ কর্মী, ডিএমপির সদস্য, ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের সদস্যসহ অন্য যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষকে সেবা দিয়েছে, রক্ষা করেছে তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছে। গতকাল রোববার পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) কার্যকরী সভাপতি ডা. লেলিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। একইসঙ্গে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য দায়িত্বপ্রাপ্ত দপ্তরের সংশ্লিষ্টদেরকেও জবাবদিহিতার আওতায় আনার জন্য সরকারকে আহ্বান জানাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত