বাউবিতে বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা শীর্ষক সেমিনার

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অগ্নিঝরা মার্চ উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আয়োজিত মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বাউবি’র গাজীপুরস্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের সূচনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো অধ্যাপক ড. মমতাজউদ্দিন পাটোয়ারী। তিনি ভারতবর্ষের দুইশো বছরের ইতিহাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির প্রধান লক্ষ্য, সংগ্রাম, দর্শন, চিন্তা ও স্বাধীন রাষ্ট্র অর্জনের নিরবিচ্ছিন্ন সংগ্রামে দীর্ঘ ইতিহাস তুলে ধরেন তার প্রবন্ধে।