ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে জনপ্রিয় হচ্ছে স্কেটিং

বরিশালে জনপ্রিয় হচ্ছে স্কেটিং

ফুটবল, ক্রিকেটের পাশাপাশি রোলার স্কেটিংয়ে আগ্রহ বাড়ছে বরিশালের ছেলেমেয়েদের। শিশু থেকে শুরু করে বয়স্করাও শিখছেন স্কেটিং। তবে স্কেটিংয়ের জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় নিয়মিত প্র্যাকটিসে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রতিদিনি চাকাযুক্ত বিশেষ জুতা পরে ছুটে চলেছে একদল কিশোর-কিশোরী, তরুণ-তরুণী। নানা ভঙ্গিমায় স্কেটিং করছেন তারা। স্কেটিংয়ের প্রশিক্ষণরত কয়েকজন ও কোচ তাইজুল ইসলাম সাব্বির জানান, নানান প্রতিকূলতার মধ্যদিয়ে তাদের প্র্যাকটিস করতে হচ্ছে। তবে একটি নির্দিষ্ট জায়গা পেলে স্কেটিংয়ের পরিধি আরো বাড়বে।

দশম শ্রেণির ছাত্র মুশফিকুর রহমান বলেন, ‘আমি নিয়মিত এখানে প্র্যাকটিস করতে আসি। স্কেটিং আমার শখ। কোচের সহায়তায় শিখে এখন আমি নিজে নিজেই প্র্যাকটিস করি। এটা খুব ভালো একটা খেলা।’ প্রশিক্ষণরত খুদে স্কেটার মাহেরা এলছা বলে, ‘প্রথমে স্কেটিং শিখতে গিয়ে অনেকের গায়ের ওপর পড়ে গেছি। এ নিয়ে অনেকের গালমন্দ শুনতে হয়েছে। যদি নির্দিষ্ট একটা জায়গা থাকত, তাহলে কথা শুনতে হতো না।’ শুধু মুশফিক নয়, নির্দিষ্ট একটি জায়গার দাবি জানিয়েছেন অর্ধশতাধিক প্রশিক্ষণরত স্কেটার। প্রশিক্ষণরত এক স্কেটারের অভিভাবক শারমিন আক্তার জানান, তার মেয়ের মোবাইল আসক্তি কমাতে ও মানসিক বিকাশের জন্য স্কেটিং ক্লাবে ভর্তি করিয়ে দেন। এখন সে স্কেটিং শিখে নিয়মিত প্র্যাকটিস করছে। স্কেটিংয়ের মহিলা প্রশিক্ষক রাবেয়া সিকদার আকিরা বলেন, ‘একটা সময় স্কেটিংয়ে মেয়েদের আগ্রহ কম ছিল। এখন দিন দিন বরিশালের মেয়েদের এ খেলায় আগ্রহ বাড়ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত