চামড়া প্রক্রিয়াকারক প্রতিষ্ঠানকে কোরবানি ঈদ পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সহনশীল অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। গতকাল বুধবার বিকাল সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরী সম্মেলন কক্ষে কারখানা প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি এ সময় সাংবাদিকদের বলেন, আমরাও চাই চামড়া শিল্পে সম্ভাবনা আছে। তবে সেটাকে আমরা বাস্তবে দেখতে পাইনি। মানুষের ক্ষতি, জনসংস্থানের ক্ষতি বা পরিবেশ ক্ষতি হবে এমন কোনো লাইসেন্স দেওয়া হবে না। খুব দ্রুত এই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপগুলো কি হবে, সেটা আমরা আরো আলোচনা করে একটা সিদ্ধান্তে আসব। চামড়া শিল্প নগরীর জন্য কারখানা কর্তৃপক্ষকে সীমিত ও সহনশীল অনুমোদন দেওয়া হবে। তবে সেটা কোরবানির ঈদ পর্যন্ত।
বৈঠকে প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর উপস্থিতিতে কারখানা মালিকদের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, চামড়া শিল্প নগরী নিয়ে সংশ্লিষ্টদের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসব। এরই মধ্যে চায়না যে প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখেই চলে গেছে তাদের পাওনা আটকে দেওয়া হয়েছে। এখন আমাদের যেটা আছে আমাদের তার মধ্যে কাজ চালিয়ে যেতে হবে। আমাদের পরিবেশ রক্ষা করে আমাদের এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে।