ঘুষের নামে পার্সেন্টেজ সাভারে চলবে না
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাভার (ঢাকা) প্রতিনিধি
বিভিন্ন উন্নয়নকাজের অর্থ বরাদ্দের ক্ষেত্রে সাভার উপজেলায় ঘুষের নামে পার্সেন্টেজ চলেনা বলে মন্তব্য করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। গতকাল দুপুরে সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে সাবেক ছাত্রলীগ নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মঞ্জুরুল আলম রাজীব বলেন, ঢাকা-১৪ আসনের এমপি নিখিল ভাই, ঢাকা-২ আসনের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, ঢাকা-১৯ এর এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা-১৪ আসনের সাবেক এমপি আগা খান ভাই, ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ও সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সহ পৌরসভার মেয়রসহ সকল কাউন্সিলর এবং সাভারের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এরই মধ্যে আসন্ন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাকে সমর্থন করেছেন। এজন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, এমপি এবং উপজেলা চেয়ারম্যান একমনা- এ রকম বাংলাদেশের আর কোথাও নেই। এটা একমাত্র এই সাভার উপজেলায়ই রয়েছে। এ রকম একটি উপজেলায় তিনটি সংসদীয় এলাকার তিনজন সংসদ সদস্য ও নাই যা সাভার উপজেলায় রয়েছে। এখন এসব এমপিরাই উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাকে সমর্থন দিয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগের নেতা, সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এই আপনারা সাবেক ছাত্রলীগের নেতারা যেভাবে আমার প্রতি আস্থা রেখেছেন, এতে কৃতজ্ঞতায় আমার মাথা নত হয়ে আসে। সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্দেশে এ সময় রাজীব বলেন, এখন কাজ করতে হবে এবং ভোট চাইতে হবে। তোমরা গর্ব করতে পারো, আল্লাহর রহমতে সাভার উপজেলার যে বাচ্চা তার বাবার নাম জানে সে আমার নামও জানে। বাংলাদেশের সকল উপজেলার ভেতরে এবং সাভার উপজেলা সৃষ্টির পর থেকে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ এখানে দিয়েছি আমি এবং আমার সরকার। আর ওই যে ঘুষের নামে ৫ পারসেন্ট এসব সাভার উপজেলায় চলে না। আমি সততার সাথে দায়িত্ব পালন করেছি। কাজেই তোমাদের তো কথা বলার যথেষ্ট সুযোগ আছে। তাই আন্তরিকভাবে কাজ কইরো, আবার মনে কইরো না যে রাজীব ভাই তো এমনিতেই পাস করবে।