বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবি

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ ও গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। গতকাল বুধবার সকাল ১০টায় নগরের আশ্বিনী কুমার হল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা নির্বাহী সমন্বায়ক আরিফুর রহমান মিরাজের সঞ্চালনায় ও সমন্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে বক্তব্য সেখানে দেন সংগঠনের সহ-নির্বাহী সমন্বায়ক রুবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি বরিশাল জেলা সদস্য জলিল চিশতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব প্রমুখ। এ সময় নেতারা বলেন, সবক্ষেত্রে সরকারের ভুল পরিকল্পনার খেসারত দিচ্ছেন সাধারণ জনগণ। অপরিকল্পিত জ্বালানি খাতের লুটপাটের দায় জনগণের ঘাড়ে চাপানো হচ্ছে। জবাবদিহিতাহীন সরকার জনস্বার্থকে বুড়ো আঙুল দেখিয়ে তার গোষ্ঠীস্বার্থ কায়েমে ব্যস্ত আছে। বাজারে সিন্ডিকেট বহাল রেখে জনগণকে কৃচ্ছসাধনের উপদেশ দিচ্ছে।