দেশের বিভিন্ন স্থানে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মরণীয় দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় গতকাল দেশজুড়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমুদ্রের সামনে যে যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন। লাখো স্বাধীনতাকামী জনতার সামনে শেখ মুজিবুর রহমান তার ১৯ মিনিটের অসামান্য ভাষণে শোষক পাকিস্তান সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য অসহযোগ আন্দোলনের আহ্বান জানিয়েছিলেন।

গাজীপুর : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশিক্ষণার্থী ও সহকর্মীদের নিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জাতীয়সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। সকাল সাড়ে ৯টায় জাতীয় দিবস কমিটির সভাপতির সহযোগিতায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সহকারী অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেনের সঞ্চালনায় এবং ড. ফজলুল হকের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হক।

খুলনা : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় প্রশাসন, কেএমপি’র পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, কেডিএ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

রাজশাহী : সকাল থেকে দিন ভর কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ। এছাড়া আলাদাভাবে জেলা প্রশাসন ও রাজশাহী মহানগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এবার ভিন্ন আবহে পালন হয় ঐতিহাসিক এ দিনটি। আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড কার্যালয় থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

রংপুর : রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আবু জাফর। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ৭ই মার্চের ভাষণে বাঙালিরা উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছিলেন, যা বিশ্ব ইতিহাসে নজীরবিহীন। তিনি ৭ই মার্চের চেতনা ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

ময়মনসিংহ : ময়মনসিংহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জেলা প্রশাসন ও নানা শ্রেণিপেশার মানুষ। সকালে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বরিশাল : সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ কর্মকর্তা-কর্মচারীরা। এরপর নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে মহানগর আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।