তিতাস গ্যাসের ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ-উনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার’র ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’কে স্মরণ করে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অদ্য ৭ই মার্চ ২০২৪ তারিখে যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপন করে।

তিতাস গ্যাসের পক্ষ থেকে পেট্রোবাংলায় স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এ সময়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে ডেমরায় অবস্থিত তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়সহ বিভিন্ন আঞ্চলিক অফিস রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।