খুবিতে দুই দিনব্যাপী চাকরিমেলা

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দুই দিনব্যাপী চাকরিমেলা শুরু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি মেলায় অংশ নেওয়া নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত উপ-উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাকরিমেলা আয়োজন একটি স্মার্ট আইডিয়া। এ মেলার মাধ্যমে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস থেকেই চাকরিতে প্রবেশের সুযোগ পাচ্ছে। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট সেশনে অংশ নিয়ে চাকরির জন্য কী কী বিষয় অত্যাবশকীয় বা কী কী বিষয়ে যোগ্যতা অর্জন প্রয়োজন সে বিষয়ে জানতে পারছে।

এ মেলার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও এ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপকৃত হবে। তিনি ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তর ও রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটিকে যৌথভাবে এ মেলা আয়োজনের জন্য এবং অংশগ্রহণকারী বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, রাজু রায়, ফারজানা জামান, রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির সভাপতি এএসএম আল ইমরান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম রহমানসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ মেলার পাশাপাশি অন স্টপ ইন্টারভিউ ও স্কিল ডেভেলপমেন্ট সেশন অনুষ্ঠিত হবে। চাকরিপ্রার্থীরা নিয়োগকারীদের বুথে তাদের জীবন বৃত্তান্ত জমা দিতে পারবেন। পরে সেগুলো বাছাই করে ‘ইন্টারভিউ’র জন্য প্রার্থীদের ডাকা হবে। সেখান থেকে সরাসরি চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন তারা। মেলায় খ্যাতনামা ২০টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা চলবে আজ শনিবার বিকাল ৫টা পর্যন্ত।