আর্মি ডেন্টাল কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল, শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর, আর্মি ডেন্টাল কোর ও আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৪ এবং ৫ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং কমান্ড্যান্ট, আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল। এ সময় আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে আর্মি মেডিকেল কোরের একদল চৌকস সেনাসদস্য প্রধান অতিথিকে মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ প্রদর্শন করে। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, মহাপরিচালক সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া, কমান্ড্যান্ট আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল, জ্যেষ্ঠ অফিসারবৃন্দ ও অন্য অফিসাররা, বীর মুক্তিযোদ্ধা অফিসার, অবসরপ্রাপ্ত অফিসার, অসামরিক কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জেসিও ও অন্য পদবির সেনাসদস্যরা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।