ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঈদের আগে শতভাগ উৎসব বোনাসের দাবিতে বিক্ষোভ

ঈদের আগে শতভাগ উৎসব বোনাসের দাবিতে বিক্ষোভ

আসন্ন ঈদুল ফিতরের আগে বেসরকারি শিক্ষক কর্মচারীদের শতভাগ পূর্ণাঙ্গ উৎসব ভাতা বোনাসসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে গতকাল শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের বিভাগীয় সংগ্রাম কমিটির নেতৃবৃন্দরা। নগরীর সদররোডে সকাল সাড়ে ১০টায় মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ৯৮ ভাগ পরিচালনা করে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। দেশের মানবসম্পদ বিকাশে ভূমিকা রাখা পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী সদস্যদের মাত্র ২৫ শতাংশ উৎসব বোনাস, বাড়ি ভাড়া এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা হিসেবে পাঁচশ’ টাকা করে দেওয়া হচ্ছে। যা দিয়ে একজন শিক্ষকের ন্যূনতম জীবনমান নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছে। এতে করে মানবসম্পদ উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা কল্পনা করা যায় না। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহ্বায়ক রেজাউল করিম, অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান, অধ্যাপক জলিলুর রহমান, অধ্যক্ষ প্রণব কুমার বেপারী, অধ্যাপক গৌরঙ্গ চন্দ্র কুন্ডু, অধ্যাপক মো. আবু হানিফ, জিয়া শাহিন প্রমুখ। মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত