রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি, অনুমোদন, নকশাবহির্ভূত ভবনগুলেতে অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল রোববার বেলা পৌঁনে ১২টার দিক থেকে উত্তরার জসীম উদ্দিন এলাকায় ও উত্তরা ৩ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানটি পরিচালনা করছেন, রাজউকের ম্যাজিস্ট্রেট পলাশ সিকদার। অভিযানে অবৈধ রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার পাশাপাশি নকশা না মেনে গড়ে ওঠা ফ্লোর এবং অনুমোদন আছে কি না, সেসব বিষয়ে তাদারকি করা হচ্ছে। গতকাল দিনব্যাপী উত্তরা এলাকায় এই অভিযান পরিচালনা করে রাজউক। প্রসঙ্গত, সাম্প্রতি রাজধানীর বেইল রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরো অন্তত ২০ জন। যাদের অবস্থাও আশঙ্কাজনক।