ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বাসের ধাক্কায় নারীর মৃত্যু

বাসের ধাক্কায়  নারীর মৃত্যু

রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের সামনে আসিয়ান নামে একটি বাসের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে পল্টন থানা পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হয়। সেখানে সকাল সোয়া ১০টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাসেল নামে এক পথচারী জানান, সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় আসিয়ান নামে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত