ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হাতিরঝিলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাতিরঝিলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলের একটি বাসা থেকে মো. ইউসুফ চৌধুরী (২৫) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউসুফ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। গত শনিবার এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মামা আল আমিন বলেন, রাতে আমার দুলাভাই, বোন ও তাদের ছোট ছেলেকে নিয়ে শপিংমলে যান।

রাতে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পান না তারা। পরে আশপাশের লোক ডেকে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন- আমার ভাগ্নে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত