রাজীবের পক্ষে ভোট চাইলেন যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল

প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাভার (ঢাকা) প্রতিনিধি

পঁচাত্তর পরবর্তীতে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রশ্নে কখনো আপস করেনি মঞ্জুরুল আলম রাজীব জানিয়ে রাজীবের পক্ষে আগামী ১১ মে’ সাভার উপজেলা পরিষদের নির্বাচনে ভোট প্রার্থনা করলেন ঢাকা-১৪ আসনের এমপি বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। গতকাল সাভার উপজেলার কাউন্দিয়ায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সাভার উপজেলা চেয়ারম্যান হিসেবে রাজীবের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মঞ্জুরুল আলম রাজীব এবং কাউন্দিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সংসদ সদস্য হিসেবে তিনি- এই তিনজনের সম্মিলিত উদ্যোগে কাউন্দিয়াবাসীর সকল দুঃখ-দূর করা সম্ভব জানিয়ে নিখিল আগামী ১১ মে সাভার উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মঞ্জুরুল আলম রাজীবকে পূর্ণ সমর্থন দিয়ে কাউন্দিয়াবাসীকে মঞ্জুরুল আলম রাজীবকে বিজয়ী করার আহ্বান জানান। ঢাকা-১৪ আসনের এমপি বলেন, সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান রাজীব- বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে যার মাঝে কোনো আপস নেই। বঙ্গবন্ধু এবং নেত্রীর প্রশ্নে তিনি কখনো বেঈমানি করেননি। জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, জেল খেটেছেন- তার পরেও বঙ্গবন্ধু কন্যার প্রশ্নে তিনি কখনো মাথানত করেননি। শেষ পর্যন্ত তিনি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল ছিলেন। মাইনুল হোসেন খান নিখিল আরো বলেন, রাজীব একজন সাবেক সফল ছাত্রনেতা, দুঃসময়-দুর্দিনে যিনি এ এলাকায় ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগের ঝান্ডা উড়িয়ে যিনি সাভারে আওয়ামী লীগকেও সুসংগঠিত করেছেন। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। বিগত পাঁচ বছর যেভাবে তিনি আপনাদের সেবা দিয়ে গেছেন, আবারও তিনি সুযোগ পেলে আপনাদের কোনো কষ্ট থাকবে না আর। অনুষ্ঠানের বিশেষ অতিথি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, একথা অত্যন্ত পরিষ্কার যে আমি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সাভারের রাস্তাঘাট, স্কুল-কলেজ, ব্রিজ-কালভার্টসহ যত অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, অন-রেকর্ড বিগত ৪০ বছরেও সাভারে এত কাজ হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি সব সেক্টরে সাভারবাসী, যে সুযোগ-সুবিধা পেয়েছে, এসব কিছুর ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে আরেকবার আপনাদের সেবা করার সুযোগ দেবেন। শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কবির চৌধুরী মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল আলম খান, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: লিয়াকত হোসেন প্রমুখ।