ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সেনাবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

সেনাবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

গত রোববার বাংলাদেশ সেনাবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আইএসপিআর জানায়, প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন প্রথম স্থান অর্জন ও ২৪ পদাতিক ডিভিশন দ্বিতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করে। এই প্রতিযোগিতায় ল্যান্স কর্পোরাল আল আমিন শ্রেষ্ঠ অ্যাথলেট এবং সৈনিক এম জুবাইল ইসলাম শ্রেষ্ঠ নবীন অ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে সেনাসদর ও ঢাকা এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও অন্যান্য অফিসার, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি ফরমেশনের অংশগ্রহণকারী অ্যাথলেটরা বিভিন্ন ইভেন্টে অত্যন্ত উঁচুমানের ক্রীড়া নৈপুণ্য এবং উৎকর্ষতা প্রদর্শন করেন।

উল্লেখ্য, সেনাবাহিনীর নির্বাচিত অ্যাথলেটগণ পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত