রংপুর নগরীতে নিরাপদ স্ট্রিটফুড মার্কেটের উদ্বোধন
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুরে ‘নিরাপদ স্ট্রিটফুড মার্কেট’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় মধ্যদিয়ে রংপুর নগরীর কেরানীপাড়া রোডস্থ বঙ্গবন্ধু ম্যুরালের পাশেই পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিরাপদ স্ট্রিটফুড মার্কেটটি গতকাল রোববার রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফার উদ্বোধন করেন। নগরীর বিভিন্ন উদ্যোক্তাদের জন্য এর অন্যতম প্রকল্প গ্রহণ করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। জমি দিয়ে সহযোগিতা করেন রংপুর সিটি কর্পোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন (উপ-সচিব), রংপুর বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. এহেসানুল হক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নির্বাহী সদস্য নাহিদ আক্তার, নির্বাহী পরিচালক মো. সালেহ বিন সামস ও পরিচালক ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. মাহাবুবার রহমান মঞ্জু, সাবেক প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো. মাহামুদুর রহমান টিটু, কাউন্সিলর হারাধন রায় হারা, হারুন অর রশিদ, ফেরদৌসী বেগম, মিজানুর রহমান মিজু, লিটন পারভেজ, গোলাম মীর্জাসহ অন্যান্য কাউন্সিলর ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।