পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম। গতকাল সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ অংশগ্রহণ করেন।