ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাভার উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাভার উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকার সাভার উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা, মাসিক আইন-শৃঙ্খলা সভা এবং রক্তঝরা মার্চের আসন্ন বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ (বিজয় ৭১) এ সভাগুলো সম্পন্ন হয়। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. লিয়াকত হোসেন, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা প্রমুখসহ অন্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত