চিকিৎসককে আটক করে অমানুষিক নির্যাতনের অভিযোগ!

প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

রোগীকে চিকিৎসা দিয়ে ফেরার পথে একজন এমবিবিএস চিকিৎসক ও তার সঙ্গে থাকা ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে আটক করে অমানুষিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় কতিপয় বখাটে যুবক নির্যাতনের পর ওই দুইজনের সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে, জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে। নির্যাতনের শিকার গৌরনদী উপজেলার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক মো: জাকির হোসেন গত সোমবার দুপুরে অভিযোগ করে বলেন, ছোট বাশাইল গ্রামে গত শুক্রবার রাতে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে নিয়ে অসুস্থ এক শিশুকে চিকিৎসা দিতে যাই। চিকিৎসা শেষে ফেরার পথে রোগীর বাড়ির পার্শ্ববর্তী রাস্তার ওপর বসে ২০-২৫ জন অপরিচিত লোক আমাকে (জাকির) এবং ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মাহমুদ হোসেনকে আটক করে অমানুষিক নির্যাতন করে।