বিইউপিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। গতকাল প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট অব ইকোনমিক্সকে হারিয়ে চ্যাম্পিয়ন এবং ছাত্রীদের গ্রুপে, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন মার্কেটিং ডিপার্টমেন্ট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেসিলিয়েন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে দলগুলোকে উৎসাহিত করেন এবং চ্যাম্পিয়ন ও রানাস-আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন।