‘বাপবিবোর্ডে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ অনুষ্ঠিত’
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ উদযাপিত হয়। বাপবিবো WePOWER কমিটি কর্তৃক আয়োজিত একটি কর্মশালার মাধ্যমে ‘৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ ব্রিগেডিয়ার সবিহউদ্দিন আহমেদ হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য]দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বাপবিবো’র সদস্য (প্রশাসন) মো. হাসান মারুফ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অজয় কুমার চক্রবর্ত্তী, (অতিরিক্ত সচিব) চেয়ারম্যান, বাপবিবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত নোমান, যুগ্ম প্রধান, শিল্প ও শক্তি বিভাগ, পরিকল্পনা কমিশন; ড. সিলিয়া শেহনাজ, অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়; ড. আরমানা সাবিহা হক, সহকারী অধ্যাপক, দুর্ঘটনা গবেষণা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিশ্ব ব্যাংক কর্তৃক মনোনীত প্রতিনিধি ও টঝঅওউ কর্তৃক মনোনীত প্রতিনিধি। এছাড়া কর্মশালায় বাপবিবোর্ডের সকল সদস্যগণ ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল নারী কর্মকর্তা-কর্মচারী এবং জুমে অংশগ্রহণ করেছিলেন ৮০টি পবিসের সিনিয়র জিএম/ জিএম এবং আগত অতিথি, কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন যা নারী কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব স্থানে নেতৃত্ব প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।