খুলনায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

দালালের কারাদণ্ড

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা প্রতিনিধি

খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সোহাগ মোল্লা ওরফে কোরবান নামে এক দালালকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ পরিচালকের কাছে উত্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম জানান, বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানে অনিয়মে অভিযুক্ত বেশ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্যগুলো পাসপোর্ট অফিসের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। অভিযানের সময় সোহাগ মোল্লা ওরফে কোরবান নামের এক দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ।