নারায়ণগঞ্জে রমজানে যানজট ও হকারমুক্ত সড়কে ভিন্ন রূপ
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
নারায়ণগঞ্জে বিগত বছরের মতো এ বছরও রমজানে শহরকে যানজটমুক্ত রাখতে শুরু করেছে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। গতকাল মঙ্গলবার প্রথম রমজানের দিন সকাল থেকে শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়কসহ ব্যস্ততম সড়কগুলো ঘুরে একেবারে ফাঁকা চিত্র দেখা গেছে। অন্যান্য দিন এসব সড়কে যানজট ও যানবাহনগুলোর তীব্র চাপ লক্ষ্য করা গেলেও আজ তা নেই। সকাল থেকে শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ ও ট্রাফিক বিভাগের উদ্যোগে বিশেষ নজরদারি বসানো হয়েছে ফলে সকাল থেকে অবৈধ যানবাহন, অটোরিকশা শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ছাড়া শহরের ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদের ফলে এবং যেন হকাররা বসতে না পারে সেজন্য কঠোর নজরদারির কারণে সকাল থেকে ফুটপাতগুলোও ফাঁকা দেখা গেছে। সব মিলিয়ে সড়ক ও ফাঁকা ফুটপাতে সকাল থেকে এক ভিন্ন নারায়ণগঞ্জ দেখছে নগরবাসী। এতে করে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত স্থানে যেতে যানজটে পড়তে হয়নি কাউকে। শহরে চলাচলকারী ব্যাংকার আসিফ জানান, সকাল থেকে একেবারে ফাঁকা রয়েছে শহর। একেবারে অচেনা লাগছে আমাদের শহরকে। যানজট নেই, হকারমুক্ত। সারাবছর এভাবে নজরদারির প্রত্যাশা শহরের বাসিন্দাদের। শহরের চাষাঢ়ায় দায়িত্ব পালন করা ট্রাফিক পরিদর্শক (টিআই) ইমরান জানান, সকাল থেকে একেবারে যানজট নেই, যানবাহনের চাপও নেই। নির্বিঘ্নে মানুষ চলাচল করছে।