বঙ্গবাজারের নির্মাণকাজ কবে শুরু

মেয়র তাপস

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ঈদ-উল-ফিতরের পরেই বঙ্গবাজার মার্কেটের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচা কমিউনিটি সেন্টারে পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে মেয়র এ কথা জানান। গত বছরের এপ্রিলে বঙ্গবাজারে আগুন লেগে পুরোটাই পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের তত্ত্বাবধানে অগ্নিকাণ্ডস্থল ব্যবসায়ীদের জন্য প্রস্তুত করা হয়। বঙ্গবাজারের ১.৭৯ একর জায়গাজুড়ে বালি ও ইট বিছানো হয়। ঘটনার ৮ দিন পর মার্কেটে চৌকি পেতে জামাকাপড় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। সে সময় দোকানগুলোর ওপরে ছিল না কোনো ছাউনি। বিদ্যুৎ কিংবা পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ছিল না। এমন বাস্তবতায় তপ্ত রোদেই চৌকি বসিয়ে এক হাতে ছাতা ধরে, অন্য হাতে মাল বিক্রি করা শুরু করেন ব্যবসায়ীরা।