আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন। গত ৮ মার্চ থেকে শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলা তৃতীয় আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও ঐতিহ্য বিনিময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তঃসম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। বাংলা ওয়ার্ল্ডওয়াইডের উদ্যোগে কলকাতার বিধাননগরে সুরেশ নেওটিয়া সেন্টার অফ এক্সেলেন্স ফল লিডারশিপ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেন রেজওয়ানা চৌধুরী বন্যা, শামা রহমান ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার। সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসংগীত পরিবেশনের ভূয়শী প্রশংসা করেন উপস্থিত বিশিষ্টজনরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ওয়ার্ল্ডওয়াইডের সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখার্জি। আরো উপস্থিত ছিলেন বাংলা ওয়ার্ল্ডওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস।