ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কোস্ট গার্ডের অভিযান

ভেদরগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ভেদরগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গতকাল বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, গতকাল বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট ভেদরগঞ্জ কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম মাসুম, পিওর নেতৃত্বে শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন জয়বাংলা মাস্টারঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে সন্দেহভাজন দুইজন ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ উক্ত ব্যাগ বহনকারী দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলার বড় স্টেশন রোড গ্রামের বাসিন্দা সিদ্দিক ব্যাপারী (২০) এবং শরীয়তপুর জেলার ভুংখাড়া গ্রামের বাসিন্দা সেন্টু হাওলাদার (৪০)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত