ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মীর হোসেন মীর (৪১) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে এই ঘটনা ঘটে। কারারক্ষী মো. রায়হান জানান, সকাল সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মীর হোসেনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মীর হোসেন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার বাবার নাম মো. সামাদ হাওলাদার। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।