রংপুরে জাতির পিতা ১০৪তম জন্মবার্ষিকী উদযাপনের কর্মসূচি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
১৭ই মার্চ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হবে। এ উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ১৭ই মার্চ সকাল ৯টায় ডিসি মোড়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হবে। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে শিশুদের জন্য ফুল দেওয়ার পৃথক ব্যবস্থা থাকবে। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯টা ১৫ মিনিটে রংপুর জিলা স্কুল থেকে একটি র্যালি বের হবে এবং টাউন হলে গিয়ে শেষ হবে। সকাল ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলাপ্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। ১৭ই মার্চ দুপুর ১২টা ৩০ মিনিটে হাসপাতাল, সরকারি শিশু পরিবার, এতিমখানা, জেলখানা, বৃদ্ধাশ্রম, ভবঘুরে আশ্রয় কেন্দ্র ও শিশু সদনসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। ১৭ই মার্চ উপলক্ষ্যে রংপুর শহরের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া রংপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন স্থাপন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলার সকল মসজিদে বাদ জোহর এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হবে।