বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ফেব্রুয়ারি ২০২৪ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিএমডিএ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদ এর উপস্থিতিতে বিএমডিএ কর্মকর্তা-কর্মচারীদের সুস্থ্যতা কামনা মাধ্যমে সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। এ সময় তিনি সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকট থেকে বিভিন্ন সেচ, বৃক্ষরোপণ উন্নয়ন প্রকল্প ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।