ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে ৩৮০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

সাভারে ৩৮০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর পৃথক দুই অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত ওই ছয়জনের ভিতর ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন- আব্দুল আহাদ বাপ্পী (৩২) ও লিসাদ (২৮)। অন্যদিকে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন- রাশেদুল ইসলাম ওরফে রনি (৩০), বাদল শেখ (২৪), আসাদুজ্জামান রিপন (২৫) ও মো. ইব্রাহিম মিয়া (২৪)। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে, গত বুধবার (১৩ মার্চ) ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক মো: আমিনুল ইসলাম এর একটি টিম রাত আনুমানিক সাড়ে নয়টায় সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপরোক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। অপরদিকে, ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক শুভ মন্ডল এর একটি টিম বুধবার রাত আনুমানিক ১০টার দিকে সাভারের গেন্ডা এবং আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ উপরোক্ত চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

গণমাধ্যমকে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান, পিপিএমণ্ডসেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে আমার নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বুধবার (১৩ মার্চ) বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় ৩৮০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হন। এরা দেশের বিভিন্ন জায়গা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্রী করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত