রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অভিযান চালিয়ে অগ্নিনিরাপত্তার ঘাটতি থাকার কারণে বন্ধ করে দেওয়া হয় এই এলাকার স্বনামধন্য রেস্তোরাঁ। পাশাপাশি একই কারণে কয়েকটি রেস্তোরাঁকে জরিমানাও করা হয়। ফলে, একদিকে আগুনের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক এবং আরেকদিকে বিভিন্ন রেস্তোরাঁ বন্ধ থাকায় বেইলি রোড এলাকায় ইফতার বাজার রমজানের শুরুতে তেমন জমেনি। অবশ্য, গতকাল সাপ্তাহিক ছুটির দিনে স্বরূপে ফেরার আভাস দিচ্ছে বেইলি রোড ইফতার বাজার। নবাবী ভোজ বন্ধ থাকার কারণে বর্তমানে এ এলাকায় সবচেয়ে বড় ‘ইফতার বাজারে’ পরিণত হয়েছে জ্যাগেরি রেস্টুরেন্ট ও ক্যাপিটাল ইফতার বাজার। এর বাইরে বেইলি ইফতার বাজার ও প্যারাডাইজ ইফতারসহ ছোট ছোট বেশ কিছু দোকানে ইফতার সামগ্রী পাওয়া যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, জ্যাগেরি রেস্টুরেন্টে ১০ থেকে ১৫ রকমের কাবাব বিক্রি হচ্ছে। এখানকার কাবাবগুলো স্বাদে ও মানে অন্যদের থেকে ভিন্নতা থাকার কারণে ক্রেতারাও ছুটে আসছেন। ছয় পিসের এসব কাবাব বিক্রি হচ্ছে ৩৯০ টাকায়। এছাড়া, এখানে বিভিন্ন ধরনের পরটা বিক্রি হচ্ছে। এখানকার একজন বিক্রয়কর্মী বলেন, আজকে সাপ্তাহিক ছুটির দিন। তাই প্রচুর কাস্টমার আসছেন। গত কয়েকদিনের তুলনায় আজ অনেক বেশি বিক্রি হচ্ছে। ক্যাপিটাল ইফতার বাজারের বিশেষ আইটেম হচ্ছে- বিফ কালা ভুনা, বিফ চাফ, মাটন লেগ রোস্ট ও দেশি রোস্ট। বিফ রোস্ট প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়, মাটন লেগ রোস্ট প্রতি পিস বিক্রি হচ্ছে ৬০০ টাকায় এবং দেশি লেগ পিস বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এদিকে, এই এলাকায় এখনও বেশ কিছু রেস্তোরাঁ বন্ধ থাকতে দেখা গেছে। সে কারণে সেসব রেস্তোরাঁ খোলা আছে, সেগুলোতেই ঝুঁকছেন ক্রেতারা।