ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে এলজিইডির বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড

রংপুরে এলজিইডির বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড

রংপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রংপুর জেলার মোট ১ হাজার ৬১২ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হয়েছে। এর মধ্যে উপজেলা সড়ক ৫৩২ কিলোমিটার, ইউনিয়ন সড়ক ৪৬৭ কিলোমিটার এবং গ্রামীণ সড়ক ৬১৩ কিলোমিটার। উল্লেখিত সময়ে ৫ হাজার ২০৩ মিটার ব্রিজ-কালভার্টের নির্মাণ ও উন্নয়ন হয়েছে। এলজিইডির আওতায় রংপুর জেলায় ৪০টি ইউনিয়ন পরিষদ ভবন, ৮টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ১৩টি সুইস, রাবার ড্যাম, ৪টি উপজেলা কমপ্লেক্স ভবন ও ৪৪টি হাট-বাজারে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এ ছাড়া রংপুর জেলার ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ২৩টি বাসস্থান এবং ৪টি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে রংপুর এলজিইডির নির্বাহী প্রকেীশলী মো. শাহজাহান আলী জানান, বর্তমান শেখ হাসিনার সরকার রংপুর তথা সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে।

গ্রামীণ জনগণের আত্মসামাজিত উন্নয়নে একটি মাইলফলক হয়ে আছে শনিবার তিনি আরও বলেন রংপুর জেলার ১ হাজার ৬১২ কিলোমিটার সড়কের উন্নয়ন, উপজেলা সড়ক ৫৩২ কিলোমিটার, ইউনিয়ন সড়ক ৪৬৭ কিলোমিটার এবং গ্রামীণ সড়ক ৬১৩ কিলোমিটার করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত