বিসিপিএসে ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বকেয়া ভাতার দাবিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) অবস্থান কর্মসূচি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এ সময় তারা নয় মাস ধরে ভাতা পাচ্ছেন না উল্লেখ করে ‘টাকা ছাড়া ডিউটি নাই’ স্লোগান দিতে থাকেন। প্রতি ছয় মাস অন্তর এই ভাতা দেওয়ার কথা থাকলেও তিন মাস ধরে তালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ চিকিৎসকদের। গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিসিপিএস ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় আগামী দুই দিনের মধ্যে ভাতা পরিশোধ না হলেও বৃহৎ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা। সরেজমিন দেখা যায়, বিসিপিএস ভবনের ৯ তলায় সমবেত হন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। এ সময় বিসিপিএসের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাসহ প্রতিষ্ঠানটির শিক্ষকদের সঙ্গে কথা বলছিলেন ট্রেইনি চিকিৎসা। বিসিপিএস থেকে এক মাসের সময় চাইলেও তা মানতে আপত্তি জানায় আন্দোলনকারী চিকিৎসকরা। ‘টাকা নাই, ডিউটি নাই’ স্লোগান তুলে ভাতা দিতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান তারা। আন্দোলনরত চিকিৎসকরা জানান, প্রতিমাসে ২৫ হাজার টাকা করে ছয় মাসে দেড় লাখ টাকা ভাতা দেওয়া কথা। এর আগে ২০ হাজার করে যখন ভাতা ছিল তখন ছয় মাস পর পর এক লাখ ২০ হাজার টাকা করে দেওয়া হত। এ হিসেবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের টাকা জানুয়ারির শুরুতে দেওয়ার কথা। কিন্তু মার্চের অর্ধেক পেরিয়ে গেলেও ভাতা দিতে নানাভাবে টালবাহানা করা হচ্ছে। নিয়মিত যদি ভাতা না পাই তাহলে আমরা কীভাবে চলব, আর পরিবার কিভাবে চলবে।