ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চুয়েটে জাতীয় শিশু দিবস পালিত

চুয়েটে জাতীয় শিশু দিবস পালিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, বঙ্গবন্ধু একটি দর্শন, বঙ্গবন্ধু নিজেই একটি প্রতিষ্ঠান। যাকে নিয়ে হাজারো পুস্তক রচনা করেও তার কীর্তি শেষ হবে না। শৈশব-কৈশোরের বঙ্গবন্ধু ছিলেন ন্যায়ের মূর্ত প্রতীক। সেজন্য শিশুদের মনজগত বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার মাধ্যমে গড়ে তুলতেই ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর জন্মদিবসকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। তবে আমাদের দেশ এখনও পুরোপুরি শিশুবান্ধব হয়ে ওঠেনি। তাদের চিত্তবিনোদনের সুযোগ এখনও সঙ্কুচিত রয়ে গেছে। আইন করে শিশুশ্রম নিষিদ্ধ করা হলেও এখনও আমাদের চারপাশে শিশুরা নির্যাতিত ও অবহেলিত। গণমাধ্যমে শিশুর মানসিক বিকাশে তেমন কোনো অনুষ্ঠান নেই।

এই জায়গাগুলোতে আমাদের সোচ্চার হতে হবে। তিনি ১৭ই মার্চ (রোববার) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সরাব ঘরে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত