খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আর্শেদ আলী মাতুব্বর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. কাজী মোকলেছুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং উপস্থিত সবার হৃদয়ে দেশপ্রেম ও দেশত্ববোধ লালন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান। বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও স্মৃতিচারণমূলক ইতিহাস নির্ভর ঘটনাবলী আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অত্র বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ শফিকুল ইসলাম, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফারজানা শারমিন আনিকা, সিএসই বিভাগের প্রভাষক মেহেদী হাসান শান্ত প্রমুখ।
এ সময় বিভিন্ন বিভাগের প্রধানসহ বিপুলসংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মাসুম রায়হান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া সুলতানা।