শৈশব থেকেই মুজিব সাহসী ব্যতিক্রমী চরিত্র

উপাচার্য ড. মশিউর রহমান

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘শৈশব থেকেই মুজিব ছিলেন সাহসী ও ব্যতিক্রমী চরিত্রের অধিকারী একজন মানুষ। সেই ছোট্ট শিশু বেলা থেকেই যার মধ্যে নেতৃত্বের গুণাবলী ছিল স্পষ্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া শিশুটি সাধারণভাবেই বড় হয়েছেন। শৈশব, কৈশোর পেরিয়ে বড় হওয়ার প্রত্যেকটি ধাপে অসাধারণ ও অনন্য সব বৈশিষ্ট্য ফুটে উঠেছে তার ব্যক্তিত্বে। অসহায়ের পাশে দাঁড়ানো, বিপদে এগিয়ে আসা, সমাজের প্রান্তিক মানুষের জন্য কিছু করা ছিল তার অনন্য সাধারণ গুণ।’ তিনি গত রোববার গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান। দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান আরও বলেন, ‘মুষ্টির চাউল উঠিয়ে গরিব শিক্ষার্থী এবং সহপাঠীদের সহযোগিতা করতেন ছোট্ট মুজিব। এভাবেই ধীরে ধীরে অন্যদের থেকে আলাদা হতে থাকেন তিনি। সুন্দর প্রকৃতির মধ্যে বেড়ে উঠলেও তিনি দেখলেন এই অঞ্চলের মানুষ হাজার বছর ধরে স্বাধীনতা বঞ্চিত।