ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুর ইন্টারনেট সংযোগ ২৪ হাজার ১০০টি

রংপুর ইন্টারনেট সংযোগ ২৪ হাজার ১০০টি

রংপুর বিভাগের আট জেলায় উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ‘জীবন’র কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় রংপুর জেলায় ৪ হাজার, নীলফামারী জেলায় ৩ হাজার ৬০০, কুড়িগ্রাম জেলায় ৩ হাজার, গাইবান্ধা জেলায় ২ হাজার ৩০০, লালমনিরহাট জেলায় ২ হাজার ৩০০, ঠাকুরগাঁও জেলায় ৩ হাজার ৬০০, দিনাজপুর জেলায় ৩ হাজার এবং পঞ্চগড় জেলায় ২ হাজার ৩০০টি ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় এই ইন্টারনেট সেবা চালু হবে। ইন্টারনেট সেবাকে আরো উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, ভবিষ্যতে বিটিসিএলকে টিকে রাখা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং লাভজনক কোম্পানিতে পরিণত করতে ‘জীবন’ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত