বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যাগে রংপুর মহানগরীতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আলামত জব্দ করেছে। গতকাল মঙ্গলবার বিএসটিআই হতে গুণগত মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে বিক্রয়-বিতরণ ও মানচিহ্ন ব্যবহার করার অপরাধে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানগুলো হয়। মেসার্স আফনান ফুড প্রডাক্ট, পশ্চিম খাসবাগ, মহানগর, রংপুর; পণ্য (লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি), মেসার্স প্রিয় ফুড লিমিটেড (ভিআইপি শাহাদৎ গ্রুপের একটি প্রতিষ্ঠান), আরকে রোড, তাজহাট, মহানগর, রংপুর; পণ্য (লাচ্ছা সেমাই, কাপ কেক), মেসার্স ফুলকলি লাচ্ছা ব্রেড অ্যান্ড কনফেকশনারি (পরিচালনায়- ফুড গার্ডেন), ডিমলা, কানুন গোটলা, মহানগর, রংপুর; পণ্য (লাচ্ছা সেমাই), মেসার্স সেই স্বাদ বেকারি, পশ্চিম খাসবাগ, মহানগর, রংপুর; পণ্য (বিস্কুট, ব্রেড, কেক)। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী মো. জাহিদুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।