ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিএসটিআইয়ের অভিযান

চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা : আলামত জব্দ

চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা : আলামত জব্দ

বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যাগে রংপুর মহানগরীতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আলামত জব্দ করেছে। গতকাল মঙ্গলবার বিএসটিআই হতে গুণগত মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে বিক্রয়-বিতরণ ও মানচিহ্ন ব্যবহার করার অপরাধে মামলার জন্য আলামত জব্দ করা প্রতিষ্ঠানগুলো হয়। মেসার্স আফনান ফুড প্রডাক্ট, পশ্চিম খাসবাগ, মহানগর, রংপুর; পণ্য (লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি), মেসার্স প্রিয় ফুড লিমিটেড (ভিআইপি শাহাদৎ গ্রুপের একটি প্রতিষ্ঠান), আরকে রোড, তাজহাট, মহানগর, রংপুর; পণ্য (লাচ্ছা সেমাই, কাপ কেক), মেসার্স ফুলকলি লাচ্ছা ব্রেড অ্যান্ড কনফেকশনারি (পরিচালনায়- ফুড গার্ডেন), ডিমলা, কানুন গোটলা, মহানগর, রংপুর; পণ্য (লাচ্ছা সেমাই), মেসার্স সেই স্বাদ বেকারি, পশ্চিম খাসবাগ, মহানগর, রংপুর; পণ্য (বিস্কুট, ব্রেড, কেক)। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী মো. জাহিদুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত