ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এক বছরে রংপুর অঞ্চল

৩৭৭ হেক্টর পতিত জমি আবাদের আওতায়

৩৭৭ হেক্টর পতিত জমি আবাদের আওতায়

এক বছরে রংপুর অঞ্চলের নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার মোট ৩৭৭ হেক্টর পতিত জমি আবাদের আওতায় এসেছে।

রংপুর অঞ্চলে এখনো আবাদযোগ্য পতিত জমি রয়েছে ৫৫৯ হেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আবাদের আওতায় আসা পতিত জমির মধ্যে- চর অঞ্চলের ১৪০ হেক্টর, প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৩০ হেক্টর, ব্যক্তি মালিকানাধীন ১৪ হেক্টর, পানিতে নিমজ্জিত নিচু জমি ১০ হেক্টর, বসতবাড়ির অনাবাদি জমি ১২৩ হেক্টর এবং অন্যান্য কারণে পতিত জমি ৬০ হেক্টর। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ওবায়দুর রহমান মণ্ডল জানান ‘এক ইঞ্চি আবাদযোগ্য জমিও যেন আনাবাদি না থাকে’- প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে কৃষি বিভাগ কাজ করছে। কৃষি বিভাগের বহুমুখী উদ্যোগের কারণে রংপুর অঞ্চলের পতিত জমিতে আবাদের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত