ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার

১৪ বছরেরও বেশি সময় পালিয়ে থাকার পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি নজরুল ইসলাম (৫৩) র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। পিরোজপুর জেলা সদরের কৃষ্ণচূড়া এলাকা থেকে গত সোমবার দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর মিডিয়া সেল। গ্রেপ্তার নজরুল পিরোজপুর জেলার সদরের চলিশা এলাকার মৃত জাবেদ আলী খানের ছেলে। এর আগে ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুরের ধূলিয়ারী কদমতলা গ্রামের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা হিসেবে নজরুলের স্ত্রী নাসিমার (২০) লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত