সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি ফেরানোর আহ্বান ক্যাবের
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি ফেরানোর আহ্বান জানিয়েছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের সামনে আয়োজিত এক ক্যাম্পেইনে এ আহ্বান জানান ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া। ক্যাব সম্পাদক বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিলেও তা কার্যকর হয়নি। ভোক্তা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাজারের এই অস্থিরতার জন্য অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট দায়ী। তাই এই সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। হুমায়ুন কবির বলেন, আমরা সবাইকে তাদের অধিকার আদায়ে এখনো সচেতন করে তুলতে পারিনি।
আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ বিষয়ে গণমাধ্যমকে আরো বেশি দায়িত্ব পালন করতে হবে। আমাদের আন্দোলনের ফসল হিসেবে ২০০৯ সালে সরকার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সৃষ্টি করে। তারা ভোক্তাদের অধিকার রক্ষায় কাজ করছে। তবে তাদের আইনি বাধ্যবাধকতা থাকায়, জোড়ালো ব্যবস্থা নিতে পারছে না।