নিত্যপণ্য সহনীয় রাখতে মতবিনিময় সভা
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান, সভাপতিত্বে গতকাল ‘বৃহস্পতিবার বিকালে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহ, মজুত ও সার্বিক মূল্য পরিস্থিতি সহনীয় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো: সায়ফুজ্জামান ফারুক; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো: আবু মারুফ হোসেন পিপিএমণ্ডসেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: মেনহাজুল আলম পিপিএমণ্ডসেবা ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ; আজাহারুল ইসলাম, উপ-পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মো: আকবর আলী, প্রেসিডেন্ট, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রংপুর; মো: রেজাউল ইসলাম, সভাপতি, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি; মো: এনামুল হক সোহেল, সভাপতি, বাংলাদেশ জুয়েলার্স সমিতি, রংপুর শাখা রংপুরসহ জেলা মটর মালিক সমিতি; রংপুর মহানগর এলাকার হোটেল মালিক সমিতি; দোকান মালিক সমিতি ও বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহ, মজুত ও সার্বিক মূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিশদ আলোচনা হয়। আলোচনা সভায় প্রত্যেক বক্তা খাদ্য উৎপাদনের পর হতে বিপণন, আমদানি, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে সব ধরনের মনিটরিংয়ের কথা উল্লেখ করেন। সে লক্ষ্যে উপস্থিত সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য সাধারণের নাগালের মধ্যে রাখাতে নিজ নিজ অবস্থানে থেকে সর্বাত্মক চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।